ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে বাসের চাকায় যাত্রীর পা পিষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মালিবাগে চলন্ত অবস্থায় বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার সময় নিলুফা বেগম (৪০) নামে এক নারীর পা পিষ্ট হয়েছেশুক্রবার বিকেল সাড়ে ৫টায় মতিঝিল বনানী ট্রান্সপোর্টের (নম্বর) একটি বাসে দুঘটনা ঘটে

স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে প্রথমে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

নিলুফার ছেলে আশিকুর জানান, বাসটি পুরোপুরি না থামিয়ে তাকে নামার জন্য হেলপার বারবার বলছিল। এ সময় তার পায়ের উপর দিয়ে যাত্রীবাহী বাসের চাকা চলে যায়। এতে নিলুফার ডান পায়ের আঙ্গুল ও গোড়ালীসহ পা পিষ্ট হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত নিলুফাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে হয়তো অর্থপেডিক বিভাগে স্থানান্তর করা হতে পারে।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি