ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীর মিরপুরে বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় ডিবি পুলিশের (পশ্চিম) সঙ্গে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।
রূপনগর থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপনগর ট-ব্লক এলাকায় সরকারী কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাত তিনটার দিকে সেখানে যায়। অবস্থা বেগতিক বুঝে মাদকব্যবসায়ীরা গুলি ছোঁড়ে পুলিশদের উদ্দেশ্য করে। গোয়েন্দা পুলিশের দলটিও পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হন।
নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তার কাছ থেকে একটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি