ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাশিফল : কেমন যাবে আজকের দিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি।

আজ ৭ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা।

আপনার জন্ম সংখ্যা : ৭।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও নেপচুন।
আপনার শুভ সংখ্যা : ৫ ও ৭।
শুভ বার : সোম ও বুধ।
শুভ রত্ন : পান্না ও অ্যামিথিস্ট।

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের সঙ্গে মতের মিল নাও হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অসুস্থ মায়ের দিকে খেয়াল রাখুন। উত্তেজনা পরিহার করুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। মূল্যবোধ বজায় রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি