ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাশিয়া বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে ফার্গুসন-ক্রুয়েফ কানেকশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১১ জুলাই ২০১৮

‘আক্রমণ ম্যাচ জেতাবে, রক্ষণ এনে দেবে ট্রফি’, ‘ফুটবল ভুলের খেলা, যে দল কম ভুল করবে সেই দলই চ্যাম্পিয়ন’।

প্রথমটা বলেছিলেন স্যার অ্যালেক্সে ফার্গুসন৷ আর দ্বিতীয়টা নেদারল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জোহান ক্রুয়েফ৷ সেন্ট পিটার্সবার্গের মেগা সেমিফাইনালে পোগবা-উমতিতিরা এই মন্ত্র শুনেই মাঠে নেমেছিল কি-না জানা নেই৷ তবে এই দুই মূলমন্ত্রকে বাস্তবে কাজে লাগিয়ে লুজনিকির ফাইনালের টিকিট ছিনিয়ে নিল ফ্রান্সের এগারো যোদ্ধা৷

ব্রাজিল ম্যাচে বেলজিয়ামের চোখ ধাঁধানো গতি এদিন উধাও৷ বক্সের বাইরে ডি ব্রুইনি, হ্যাজার্ডদের জায়গা দিয়েই বিপদ ডেকে এনেছিল সেলেকাওরা৷ সেমিফাইনালে এদিন সেই ভুলটা করল না ফ্রান্স৷ কিংবদন্তি ক্রুয়েফ তো বলেই গিয়েছিলেন, ‘যে দল কম ভুল করবে সেই দলই চ্যাম্পিয়ন’৷ সেটাই মাঠে যেন অক্ষরে অক্ষরে পালন করে গেল দেশঁ’র ছাত্ররা৷

রক্ষণে জোর বাড়াতে গিয়ে বল পজিসনে পিছিয়ে পড়লেও ম্যাচ জিততে অসুবিধে হল না ফ্রান্সের৷ রক্ষণ সামলে তবেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় জিরুড-এমবাপেরা৷ নেইমার-কুটিনহোদের হারের ভিডিও নিয়ে দেশঁ’র দলে যে কাটাছেঁড়া হয়েছে তা গ্রিজমানদের খেলাতেই স্পষ্ট৷ ব্লু-প্রিন্টে কোনও রকম খামতি রাখেননি ফ্রান্সের কোচ দেশঁ৷ পরিসংখ্যান বলছে টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি গোল হজম হয়েছে ফ্রান্স৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল পোনাল্টিতে আর গ্রিজমানরা বাকি তিনটি গোল খেয়েছে আর্জেন্টিনা ম্যাচে৷ আক্রমণ ও ডিফেন্সের মিশেলেই পুতিনের দেশে ফুল ফোটাচ্ছে দেশঁ’র ছেলেরা৷ বিশ বছর আগে এই দেশঁ’র নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবারের জন্য সোনালী ট্রফি ছুঁয়ে দেখেছিল ফরাসীব্রিগেড৷ কোচ হিসেবে এবার দেশঁকে ট্রফি উপহার দিয়ে বৃত্ত পূর্ণ করতে চান দেশঁ৷

অন্যদিকে সেমিফাইনালে চার স্ট্রাইকারকে নিয়ে মাতামাতির মাঝে আলো কাড়লেন উমতিতি৷ সেমির ডুয়েলের মূল আকর্ষণের কেন্দ্রে ছিল এমবাপে, গ্রিজমান, হ্যাজার্ড-লুকাকুরা৷ চার তারকার মাঝে একটা হেডেই বাজিমাত উমতিতির৷ দুই দলের ২১ শটের মধ্যে উমতিতির একটি হেডেই এদিন ম্যাচের ফয়সলা করে দিল৷ সাদে কী আর ফার্গুসন বলেছিলেন, ‘আক্রমণ ম্যাচ জেতাবে, রক্ষণ এনে দেবে ট্রফি৷’

এদিন ফ্রান্সের রক্ষণই তো ব্রুইনি-লুকাকুদের বক্সের বাইরেই আছড়ে ফেলল৷ দ্বিতীয়ার্ধে হ্যাজার্ড আছড়ে পড়লেন জিরুদের কড়া ট্যাকেলে৷ যে বেলজিয়ামের গতিতে চোখে সর্ষে ফুল দেখেছিল ব্রাজিলের রক্ষণ, সেই ‘ডার্ক হর্স’দেরই এদিন  ডিফেন্স অস্ত্রে ভোঁতা করে রাখল ফ্রান্স৷ বার কয়েক যে কটা আক্রমণ এসেছিল ফরাসি পোস্টে, কাপ্তান লরিস দস্তানা হাতে একাই সে সব সামলে নিলেন৷ নিটফল ট্রফি থেকে আর মাত্র এক কদম দূরে ফ্রান্স৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি