ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

রোনাল্ডো ফুলহাতা জার্সি পরেন যে কারণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৩৭, ২ জুলাই ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে শনিবার রাতেই । তবু রোনাল্ডোর মত সুপারস্টারকে নিয়ে আলোচনার শেষ নেই। কারণ রোনাল্ডো মানেই তো স্টাইল স্টে়টমেন্ট। থাইয়ের উপর শর্টস গুটিয়ে ফ্রি-কিক মারাটা যেমন তার স্টাইল। ঠিক তেমনই ব্রিটেনের জনপ্রিয় দৈনিক `দ্য সান` এবার রোনাল্ডোর ফুলহাতা জার্সি পরার কারণ খুঁজতে শুরু করেছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ কিংবা পর্তুগাল- রোনাল্ডো যেখানেই খেলতে মাঠে নামুন না কেন,সাধারণত ফুল স্লিভ জার্সিতেই দেখা যায় তাকে। অন্ধবিশ্বাস, ফ্যাশন স্টেটমেন্ট নাকি ফুল স্লিভ জার্সিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি- কারণটা কী? `দ্য সান`-এ একটি প্রতিবেদনে লেখা হয়েছে, এমন কারণ নিজে কোনওদিন বলেননি রোনাল্ডো। তবে তাদের দাবি, ব্র্যান্ড `রোনাল্ডো`-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাত ঢাকা জার্সি। কারণ হিসেবে এক দশক আগের ঘটনাকে তুলে ধরা হয়েছে।

রোনাল্ডো তখন সবেমাত্র সর্বোচ্চ স্তরে খেলা শুরু করেছিলেন, তখন হাফহাতা জার্সিতেই খেলতেন তিনি। ২০০৪ সালে ইউরো কাপের ফাইনালে গ্রিসের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা হয় তরুণ রোনাল্ডোর। দু`বছর পর ২০০৬ সালে বিশ্বকাপেও শোচনীয় অভিজ্ঞতা হয়েছিল। সেবারও হাফ স্লিভে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। এরপরেই নাকি নিজের ব্র্যান্ডকে সাফল্যের শীর্ষে তুলতে ক্রিশ্চিয়ানো ঠিক করে নেন ফুল স্লিভ জার্সিতেই খেলবেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি