ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

লালবাগে কাগজের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৩:৩৭, ২৩ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:৩৮, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর লালবাগে শহীদ নগরে আমনীগোলা এলাকায় মক্কা হোটেলের গলিতে একটি কাগজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি