ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত পারফরমেন্সের ফোন গ্যালাক্সি এম১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট: ২২:০৮, ২৮ এপ্রিল ২০২১

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদায়ও আসছে নানা রকম পরিবর্তন। এক সময় যেখানে মুঠোফোন শুধু কথা বলার জন্য ব্যবহৃত হতো, এখন তা ছবি তোলা, সামাজিক যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন ক্লাসসহ প্রায় সকল কাজে ব্যবহৃত হচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে সারা বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং। প্রতি বছরই স্যামসাং বাজারে নিয়ে আসছে চমকপ্রদ ফিচারযুক্ত স্মার্টফোন। এরই ধারাবাহিকতায় মাঝারি মূল্য পরিসরের স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে স্যামসাংয়ের নতুন সংযোজন গ্যালাক্সি এম১২। 

স্যামসাং এম সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন। গ্যালাক্সি এম১২ এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে স্যামসাং এম১২-এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। গ্যালাক্সি এম১২ এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চির দুর্দান্ত ডিসপ্লে। মাঝারি মূল্য পরিসরে এতো উচ্চমানের রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না। এছাড়া, গ্যালাক্সি এম১২ এর অভিনব কোয়াড ক্যামেরা প্রদান করবে উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা। ডিভাইসটির অন্যান্য ফিচারগুলোও কোন অংশে পিছিয়ে নেই। জেনে নেয়া যাক গ্যালাক্সি এম১২ এর ফিচারগুলো সম্পর্কে। 

ডিসপ্লে 
ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং বরাবরের মতো এবারও মুন্সিয়ানা দেখিয়েছে। গ্যালাক্সি এম১২-এ রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং ও ব্রাউজিং হবে আরও বেশি স্মুথ। ভিডিও কনটেন্টকে আরও উপভোগ্য করে তুলতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। 

ক্যামেরা
যেকোন সেটিংসে নিখুঁত ছবি তোলার জন্য এই ডিভাইসটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর ৪৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে দিন-রাত যেকোন সময় অনায়াসে তোলা যাবে ঝকঝকে ও উজ্জ্বল ছবি। এতে ২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স থাকার ফলে খুব ডিটেইলে ছবি তোলা যাবে। এর ৫ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে সাধারণ প্যানারোমার চেয়ে আরও ওয়াইড ছবি তোলা যায় বলে ল্যান্ডস্কেপ অথবা দলগত ছবি তুলতে অসুবিধায় পড়তে হবে না। ২ মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা থাকায় ব্যাকগ্রাউন্ডের ‘ডেপথ অব ফিল্ড’ ঠিক করে ছবির বিষয়কে আরও স্পষ্টভাবে তুলে ধরা যাবে। এছাড়া, গ্যালাক্সি এম১২ এর ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরায় তোলা সেলফি এবং এআর ইমোজি, সামাজিক মাধ্যমে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। 

ব্যাটারি
গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ফোনটি মুহূর্তের মধ্যেই চার্জ হয়ে যাবে। তাই, যারা মোবাইলে দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার, ভিডিও উপভোগ, গান শোনা ও কথা বলতে পছন্দ করেন, তাদের জন্য এই ডিভাইসটি বেশ উপযোগী। সুবিশাল ব্যাটারির কারণে ব্যবহারকারীরা সারাদিন বাইরে থাকলেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে না। এছাড়া, এতে অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ফোনে যখন কম চার্জ থাকবে, তখন ফোনটি দ্রুত চার্জ হবে।

পারফরমেন্স 
৮ ন্যানোমিটারের এক্সিনস ৮৫০ চালিত এ ফোনটিতে রয়েছে অক্টাকোর ২.০ গিগাহার্টজ প্রসেসর। দ্রুতগতির চিপসেটের সাথে মালি-জি৫২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকার ফলে গেমিংয়ে পাওয়া যাবে অসাধারণ অভিজ্ঞতা। গেম খেলার আনন্দ আরও বাড়াতে এতে রয়েছে এআই গেম বুস্টার, যার ফলে ব্যবহারকারীর ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে ফোন নিজেই নিজেকে অপ্টিমাইজ করবে। এছাড়া, ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

ডিজাইন
স্যামসাং সম্প্রতি তাদের স্মার্টফোনের ডিজাইনের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। গ্যালাক্সি এম১২ এর টেক্সচার্ড ম্যাট ফিনিশ দেখতে যেমন সুন্দর, তেমনি ফোনটি হাতে ধরে রাখতেও সুবিধা। থ্রিডি কার্ভড এজড ফোনটিকে আরও স্টাইলিশ করে তুলেছে। স্মার্টফোনপ্রেমীরা বলছেন, এই বাজেটে গ্যালাক্সি এম১২ এর মতো এমন নজরকাড়া স্মার্টফোন বাজারে মেলা ভার। 

ব্যবহারের সুবিধার্থে গ্যালাক্সি এম১২-এ রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সত্যিই অসাধারণ। এর দুর্দান্ত ফিচার এবং পারফর্মেন্সের সমন্বয় তরুণ প্রজন্মকে সহজেই আকৃষ্ট করবে। স্যামসাং গ্যালাক্সি এম১২ ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটি ভিন্ন রঙে মাত্র ১৮,৪৯৯ টাকা বাজারদরে পাওয়া যাচ্ছে। িি.িমধষধীুংযড়ঢ়নফ.পড়স – স্যামসাং’র অফিশিয়াল এই ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে।  

শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত পারফরমেন্সের সেরা বাজেট ফোন গ্যালাক্সি এম১২
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদায়ও আসছে নানা রকম পরিবর্তন। এক সময় যেখানে মুঠোফোন শুধু কথা বলার জন্য ব্যবহৃত হতো, এখন তা ছবি তোলা, সামাজিক যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন ক্লাসসহ প্রায় সকল কাজে ব্যবহৃত হচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে সারা বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং। প্রতি বছরই স্যামসাং বাজারে নিয়ে আসছে চমকপ্রদ ফিচারযুক্ত স্মার্টফোন। এরই ধারাবাহিকতায় মাঝারি মূল্য পরিসরের স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে স্যামসাংয়ের নতুন সংযোজন গ্যালাক্সি এম১২। 

স্যামসাং এম সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন। গ্যালাক্সি এম১২ এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে স্যামসাং এম১২-এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। গ্যালাক্সি এম১২ এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চির দুর্দান্ত ডিসপ্লে। মাঝারি মূল্য পরিসরে এতো উচ্চমানের রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না। এছাড়া, গ্যালাক্সি এম১২ এর অভিনব কোয়াড ক্যামেরা প্রদান করবে উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা। ডিভাইসটির অন্যান্য ফিচারগুলোও কোন অংশে পিছিয়ে নেই। জেনে নেয়া যাক গ্যালাক্সি এম১২ এর ফিচারগুলো সম্পর্কে। 

ডিসপ্লে
ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং বরাবরের মতো এবারও মুন্সিয়ানা দেখিয়েছে। গ্যালাক্সি এম১২-এ রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং ও ব্রাউজিং হবে আরও বেশি স্মুথ। ভিডিও কনটেন্টকে আরও উপভোগ্য করে তুলতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। 

ক্যামেরা
যেকোন সেটিংসে নিখুঁত ছবি তোলার জন্য এই ডিভাইসটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর ৪৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে দিন-রাত যেকোন সময় অনায়াসে তোলা যাবে ঝকঝকে ও উজ্জ্বল ছবি। এতে ২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স থাকার ফলে খুব ডিটেইলে ছবি তোলা যাবে। এর ৫ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে সাধারণ প্যানারোমার চেয়ে আরও ওয়াইড ছবি তোলা যায় বলে ল্যান্ডস্কেপ অথবা দলগত ছবি তুলতে অসুবিধায় পড়তে হবে না। ২ মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা থাকায় ব্যাকগ্রাউন্ডের ‘ডেপথ অব ফিল্ড’ ঠিক করে ছবির বিষয়কে আরও স্পষ্টভাবে তুলে ধরা যাবে। এছাড়া, গ্যালাক্সি এম১২ এর ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরায় তোলা সেলফি এবং এআর ইমোজি, সামাজিক মাধ্যমে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। 

ব্যাটারি
গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ফোনটি মুহূর্তের মধ্যেই চার্জ হয়ে যাবে। তাই, যারা মোবাইলে দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার, ভিডিও উপভোগ, গান শোনা ও কথা বলতে পছন্দ করেন, তাদের জন্য এই ডিভাইসটি বেশ উপযোগী। সুবিশাল ব্যাটারির কারণে ব্যবহারকারীরা সারাদিন বাইরে থাকলেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে না। এছাড়া, এতে অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ফোনে যখন কম চার্জ থাকবে, তখন ফোনটি দ্রুত চার্জ হবে।

পারফরমেন্স 
৮ ন্যানোমিটারের এক্সিনস ৮৫০ চালিত এ ফোনটিতে রয়েছে অক্টাকোর ২.০ গিগাহার্টজ প্রসেসর। দ্রুতগতির চিপসেটের সাথে মালি-জি৫২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকার ফলে গেমিংয়ে পাওয়া যাবে অসাধারণ অভিজ্ঞতা। গেম খেলার আনন্দ আরও বাড়াতে এতে রয়েছে এআই গেম বুস্টার, যার ফলে ব্যবহারকারীর ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে ফোন নিজেই নিজেকে অপ্টিমাইজ করবে। এছাড়া, ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

ডিজাইন
স্যামসাং সম্প্রতি তাদের স্মার্টফোনের ডিজাইনের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। গ্যালাক্সি এম১২ এর টেক্সচার্ড ম্যাট ফিনিশ দেখতে যেমন সুন্দর, তেমনি ফোনটি হাতে ধরে রাখতেও সুবিধা। থ্রিডি কার্ভড এজড ফোনটিকে আরও স্টাইলিশ করে তুলেছে। স্মার্টফোনপ্রেমীরা বলছেন, এই বাজেটে গ্যালাক্সি এম১২ এর মতো এমন নজরকাড়া স্মার্টফোন বাজারে মেলা ভার। 

ব্যবহারের সুবিধার্থে গ্যালাক্সি এম১২-এ রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সত্যিই অসাধারণ। এর দুর্দান্ত ফিচার এবং পারফর্মেন্সের সমন্বয় তরুণ প্রজন্মকে সহজেই আকৃষ্ট করবে। স্যামসাং গ্যালাক্সি এম১২ ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটি ভিন্ন রঙে মাত্র ১৮,৪৯৯ টাকা বাজারদরে পাওয়া যাচ্ছে। www.galaxyshopbd.com – স্যামসাং’র অফিশিয়াল এই ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে।

আরকে//  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি