ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শরীর থেকে বিচ্ছিন্ন শিশুর পোড়া হাত উদ্ধার

প্রকাশিত : ১৮:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের লেলিহান গ্রাসে পুড়েছে ভবন, হোটেল, ব্যবসা-প্রতিষ্ঠান ও গাড়ি-ঘোড়াসহ মানুষ। গতকাল বৃহস্পতিবার অভিযান সমাপ্ত ঘোষণা পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ৬৭ জনের মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছ। যদিও বেসরকারি হিসাবে ৮১ জনের কথা বলা হয়েছে।

ঘটনার দুই দিন পর আজ শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের নিচ থেকে এক শিশুর পোড়া হাত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুর হাতটি উদ্ধার করা হয়।

সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শাহজাহান সিকদার বলেন, মানবদেহের এ অংশটিকে আমরা কোনো শিশুর হাত হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছি।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় মরণঘাতি আগুনের সূত্রপাত হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি