ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শেখ মুজিবুর রহমান প্রথম জেল খাটেন ৭ দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৫)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২০:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

১৯৩৮ সাল। ঘটে বারুদ বিস্ফোরণের ঘটনা। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদসভাও করেছিলেন নিষ্পেষিত মানুষের কণ্ঠস্বর শেখ মুজিব। প্রতিবাদী ছাত্র হিসেবে ব্রিটিশ শাসন আমলে জেল খেটেছিলেন ৭ দিন। পরবর্তীতে পাকিস্তান আমলে জেল খাটেন আরও ৪ হাজার ৬৭৫ দিন। সেই হিসেবে বাঙালির মুজিব জীবদ্দশায় কারাভোগ করেছেন ৪ হাজার ৬৮২ দিন। 

গোপালগঞ্জ হিন্দু মহাসভার সভাপতির বাড়িতে সহপাঠি বন্ধু আব্দুল মালেককে মারপিট করা হলে সেখানে গিয়ে ধাওয়া দেন শেখ মুজিব। অতপর হাতাহাতির ঘটনায় মামলা হলে আটক হন তিনি। ৭ দিন জেল খাটার পর মুক্তি পান তিনি। ঐ সময়টাতেই যেনো বঙ্গবন্ধুর জীবনে রাজনৈতিক প্রতিভার বিস্ফোরণ ঘটে। ১৯৪১ সালে অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের ফরিদপুর জেলার সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বক্তব্য চলাকালে বাধে গোলোযোগ। সভাস্থল ত্যাগ না করে স্থির থাকায় মুজিবকে একাধিকবার আটক করে প্রশাসন। অন্যায়ের সঙ্গে আপষ না করায় জীবনের ১৩ টি বছর শেখ মুজিবকে কাটাতে হয় কারাগারের অন্ধকারে। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি