ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিলেন এনসিপি নেত্রী সামান্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:২৯, ৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে তাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

রোববার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সামান্থা লিখেছেন, 'বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-কেও তা হার মানাবে।'

তিনি আরও বলেন, ‘হযরত ইমাম হোসেন (রা.) ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে। গাজা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, সেখানে কারবালার আদর্শ আজও মানুষকে অনুপ্রেরণা জোগায়।’

নারী সাহসিকতার উদাহরণ টেনে সামান্থা বলেন, 'উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস এবং হযরত জয়নাব (আ.)—এই নারীদের আত্মত্যাগ বিশ্বের সব আত্মমর্যাদাশীল নারীর জন্য অনুকরণীয়। স্বামী, পিতা বা সন্তান হারানোর পরও তারা মাথা নত করেননি। তাদের দৃঢ়তা ও মর্যাদাবোধ যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।'
 
পোস্টের আরেক অংশে সামান্থা লেখেন, 'এই দুনিয়ার প্রতিটি জনপদ যেন একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরার প্রতিচ্ছবি। এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘যিনি একবার প্রশ্ন রেখেছিলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?’ সেই প্রশ্ন আজো আমাদের বিবেককে নাড়া দেয়।'

নারী অধিকারের প্রশ্নে সামান্থা বলেন, 'নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর বেদনা, অকাল বৈধব্যের যন্ত্রণা—এসব থেকে মুক্তির জন্য আমাদের নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে হবে।'

সামান্থা শারমিনের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার মন্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ সেটিকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি