ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৪ আগস্ট ২০১৯

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। জাতীয় শোক দিবসের এ দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি রশির সাহায্যে প্রথমে পতাকা দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।

দিনের শেষে যখন নামাতে হবে, তখন পতাকাটি আবারও দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপরে ধীরে ধীরে নামাতে হবে।

ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানসম্মত কাপড়ে যথানিয়মে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি