ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শ্রম আইন বাস্তবায়নে মালিকদের এগিয়ে আসার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১ মে ২০১৭ | আপডেট: ১৪:২৮, ১ মে ২০১৭

শ্রম আইন বাস্তবায়নে মালিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক লীগের সমাবেশে এ আহবান জানান তারা। এ’সময় নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকদের মজুরি বাড়ে- কর্মসংস্থান সৃষ্টি হয় আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি পাড়ে, কল-কারখানা বন্ধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের মে দিবসের শোভাযাত্রায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি। এর আগে, সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশে শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ না করাতে মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি’র ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের জনগণ প্রস্তুত রয়েছে।
বিএনপি জোট সরকারের আমলে কলকারখানা বন্ধ করে শ্রমিকদের কর্মপরিবেশ ধ্বংস করা হয়েছিলে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি