ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সংলাপে অংশ নিতে বিএনপিকে আহ্বান জানালেন হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:০৯, ২১ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশন গঠনের সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যে কলঙ্কের দাগ লাগিয়ে গেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। ভুয়া ভোটার বানিয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। 

নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে বিএনপির পক্ষ থেকে পরামর্শ ও প্রস্তাব দেয়ারও আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ। 

আগামী বছর নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি