ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সচিবালয়ের পিয়নের কাছেও দাম নেই! ক্ষোভ এমপির (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৪৫, ১৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সচিবালয়ের আমলা থেকে শুরু করে পিয়নের কাছে পর্যন্ত এমপিদের কোনও দাম নেই বলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। 

সোমবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় ময়মনসিংহ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ তার দশ মিনিটের বক্তব্যের শেষের দিকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমরা আলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছি”। 

নিজ এলাকার উন্নয়নের ধীরগতির বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন তিনি। এক পর্যায়ে বলেন, এসব কাজের জন্য সচিবালয়ে গেলে যথার্থ মূল্যায়ন পান না তারা।

আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য শক্ত হতে হবে এবং নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, “দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পেতে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।“

তিনি আরও বলেন, “আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়।“

এ সময় ইউটিউবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছাড়োন হচ্ছে উল্লেখ করে ইউটিউব বন্ধ করে দেওয়ার দাবিও জানান তিনি। 

তিনি বলেন, “ ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতচ্যুত হয়ে যচ্ছেন। আবার দেখি সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না।“ 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি