ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পূর্ণ সুস্থ আছেন ব্যারিস্টার মইনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৮, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মানহানির মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার সকালে কঠোর পুলিশী পাহারায় কারাগার থেকে মইনুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মইনুল হোসেনের স্ত্রী তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে দাবি করে রিট পিটিশন দায়ের করলে রোববারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে দাখিলের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী ৫ সদস্যের মেডিকেল টিম আধা ঘণ্টা ধরে স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে হাসপাতালের পরিচালক অজয় কুমার রায় জানান, মইনুল হোসেন সম্পূর্ণ সুস্থ আছেন।

এর আগে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হন। পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি