ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩জন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাজারের এক বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- রাজ মিস্ত্রী বাবু সরকার (৩২), তার স্ত্রী ময়না আক্তার (২৩) ও তাদের সন্তান মাহিন (৪)। তারা মেকআপ খান রোডের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনতলা বাসায় এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মান্নান নামে এক ব্যক্তি তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, বাবুর শরীরের ১৭ শতাংশ,  ময়নার ১৭ শতাংশ ও মাহিনের ১৮ শতাংশ পুড়ে গেছে।
সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ গ্যাস নির্গত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি