ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সিলেটে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৯ আগস্ট ২০২০

সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত প্রতিকৃতিটি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ প্রতিকৃতিটি এর আগে স্থাপিত হলেও করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হয়নি।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট শাহাদাৎবরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি