ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিসিইউতে খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৩ মে ২০২১ | আপডেট: ১৯:১৯, ৩ মে ২০২১

শ্বাসকষ্ট দেখা দেয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩ মে) বিকালে তাকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

খালেদা জিয়া গত ১১ই এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এবং শুরুতে বাসায় চিকিৎসা নিলেও গত ২৮শে এপ্রিল তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের সিসিইউ'তে এখন খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

হাসপাতালে যেদিন তাকে ভর্তি করা হয়েছিল, সেদিন তাঁর চিকিৎসকরা জানিয়েছিলেন যে করোনাভাইরাস থেকে বিএনপির শীর্ষ নেত্রী ভালভাবেই সেরে উঠছেন। তবে আর্থরাইটিস, ডায়াবেটিসসহ পুরনো সব জটিল রোগের পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

এরপর থেকে আজ বিকেল পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে বিকেল চারটার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি