ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সীমিত আকারে আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২ অক্টোবর ২০২০

আজ শুক্রবার (২ অক্টোবর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সকাল ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকা থেকে এ তথ্য জানা যায়।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির কার্যনির্বাহী সংদের বৈঠক। করোনাকাল শুরু হওয়ার আগে চলতি বছরের মার্চে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শুক্রবারের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমিত আকারে। কার্যনির্বাহী সংসদের ৭৭ জন সদস্যের মধ্যে মাত্র ৩৫ জনকে এ বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ৩৫ জনের করোনা পরীক্ষাও করা হয়েছে। 

আওয়ামী লীগের সূত্র জানায়, গত বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ পাওয়া ৩৫ নেতার করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ৮১ সদস্যবিশিষ্ট। তবে বর্তমানে এর চারটি পদ ফাঁকা থাকায় সদস্য সংখ্যা ৭৭ জন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, করোনাকালে কীভাবে রাজনীতি আরও গতিশীল করা যায় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি