ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ হয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১১ মে ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২১ মে ২০১৭

মেয়াদ শেষ হবার দশ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ। ফলে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার কয়েক লাখ মানুষ। বিলম্বের জন্য সিভিল সার্জন গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ি করলেও তারা বলছেন, ভিন্ন কথা।
সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নিত হবার পর ২০১৩ সালে জাইকার অর্থায়নে ৪০ কোটি টাকা ব্যায়ে সাততলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। গত বছর জুনে নির্মাণ শেষ করে ভবনটি সিভিল সার্জনকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। ফলে দুর্ভোগ কমছে না দূর-দূরান্ত
শয্যা সংকটের কারণে জটিল রোগীদেরও স্থান হচ্ছে মেঝে বা বারান্দায়। তাই ভালো সেবা পেতে রোগীরা যাচ্ছে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে।
ভবন সংকটে উন্নতসেবা দিতে না পেরে বিব্রত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও।
সিংক: ডা. রফিকুল ইসলাম, আবাসিক চিকিৎসক, সদর হাসপাতাল, সুনামগঞ্জ
এদিকে, ভবন নির্মাণে বিলম্বের জন্য গণপূর্ত বিভাগ ও ঠিকাদারের সদিচ্ছার অভাবকেই দায়ি করলেন সিভিল সার্জন। তবে অভিযোগ অস্বীকার করেছে গণপূর্ত বিভাগ।
১৯৯৬ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা ও ২০০৯ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় সুনামগঞ্জ সদর হাসপাতালটি।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি