ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সূর্যের উদ্দেশে ভারতের সফল উৎক্ষেপণ

আশরাফ শুভ

প্রকাশিত : ১৩:২৪, ২ সেপ্টেম্বর ২০২৩

চাঁদে ইতিহাস সৃষ্টির পর এবার সূর্যে পারি জমাচ্ছে ভারত। শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে প্রথমবারের মতো সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ওয়ান। সুরিয়া নামের এই অভিযানে আগামী ৫ বছরের বেশি সময় সূর্যকে পর্যবেক্ষণ এবং এর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করবে মহাকাশযানটি।

আবারও মহাকাশ ইতিহাস গড়ার হাতছানি ভারতের কাছে। তবে এবার চাঁদ নয় সূর্য জয়ের মিশনে নেমেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে প্রথমবারের মতো সূর্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ইসরোর মহাকাশযান আদিত্য-এল ওয়ান। যাকে বহন করে মহাকাশে নিয়ে যাচ্ছে পিএসএলভি-সি ফাইভ সেভেন নামের একটি রকেট। 

ইসরো জানায়, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি কক্ষপথ এল-ওয়ান পয়েন্ট নামের একটি জায়গায় পাঠানো হয়েছে মহাকাশযানটিকে। যেখানে সুনির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণের পাশাপাশি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্তারিত গবেষণা করবে মহাকাশযানটি। 

এছাড়া সৌরঝড় ও সূর্যের রহস্যময় করোনা স্তরের পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ওয়ান। ৫ বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালাতে পারবে নভোযানটি। এই অভিযানের তথ্য পৃথিবীর জলবায়ুর উপর সূর্যের প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

পৃথিবীর থেকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে ১৫ লাখ কিলোমিটার পথ পারি দিতে হবে আদিত্য-এল ওয়ানকে। এতে সময় লাগবে ৪ মাস ।

১০ দিন আগে চাঁদের বুকে নিজেদের নভোযান প্রজ্ঞানের সফল অবতরণ করিয়ে ইতিহাস গড়ে ভারত।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি