ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সেহরীর সময় রাজধানীর বিভিন্ন রেষ্টুরেন্টে ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২০ মে ২০১৮ | আপডেট: ১৩:১৭, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

সেহরীর সময় ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন রেষ্টুরেন্টে। নানা প্রয়োজনে রাতে কাজে বের হওয়া মানুষ সেহরী করছেন রেস্টুরেন্টে। আবার বাসাবাড়িতে গ্যাসের সমস্যার কারনে অনেকেই সেহরীর জন্য আসছেন রেস্তোরায়। এদিকে দোকারীরা জানালেন, কয়েকদিনের মধ্যে বাড়বে লোক সমাগম

সেহরীর সময় হয়েছে। মসজিদের মাইক থেকে ভেসে আসছে সাইরেনের আওয়াজ।

শুধু বাসায় নয়, অনেকেই ভিড় করছেন রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে।

বিশেষ করে যারা রাতে কাজ করেন কিংবা রোগী নিয়ে হাসপাতালে আছেন, মূলত তারাই সেহরীর জন্য আসছেন রেস্টুরেন্টে।

এছাড়া যেসব ছাত্র ও কর্মজীবী মানুষ মেসে থাকেন, তারাও সেহরী সারছেন রেস্তোঁরায়। আবার বাসায় গ্যাসের সমস্যার কারনে অনেকেই আসছেন খাবারের দোকানে।

এদিকে বেচাকেনা এখনো জমেনি বলে জানালেন দোকানীরা। তবে কয়েকদিনের মধ্যে ক্রেতা বাড়বে বলেও আশা করছেন তারা।

অপরদিকে ফুটপাতের দোকান থেকে সেহরী সেরে নিচ্ছেন নিন্মআয়ের মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি