ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার হাদির চিকিৎসার সব বিষয়ে পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

বিভিন্ন সূত্রে প্রথমে জানা যায়, হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হবে। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তার গন্তব্য পরিবর্তন করে ব্যাংকক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনো সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাধীন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি