ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের রাজধানী দিল্লি গেছেন।

সোমবার বেলা ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান।  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে বলেন, “স্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়া দিল্লি গেছেন। সেখানে মেদান্ত হাসপাতালে তিনি দেখাবেন।”

রওনা হওয়ার আগে ওবায়দুল কাদের বলেন, “ছয় মাস আগেই আমার ফলোআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারীর কারণে যেতে পারছিলাম না। বিকল্প হিসাবে দিল্লি যাচ্ছি ফলোআপ করাতে।”

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি