ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

স্মার্টফোনে খেলায় মাতলে শিশু কথা বলে দেরিতে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৭ জুন ২০১৭ | আপডেট: ১২:৪৭, ৮ জুন ২০১৭

স্মার্টফোন কিংবা ট্যাবলেটে খেলায় মেতে থাকলে শিশুদের দেরিতে কথা বলার ঝুঁকি বাড়ে। গত ৬ মে পেডিয়াট্রিক একাডেমিক সোসাইটির সভায় উপস্থাপিত নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এএফপির খবরে জানানো হয়েছে, কানাডার টরন্টোর গবেষণাচর্চা নেটওয়ার্ক টার্গেট কিডস ছয় মাস থেকে দুই বছরের ৮৯৪ জন শিশুর ওপর জরিপ চালায়।

জরিপে অংশ নেওয়া মা-বাবাকে জিজ্ঞেস করা হয়, তাঁদের সন্তানেরা দিনের কত সময় স্মার্টফোন বা ট্যাব নিয়ে সময় কাটায়? প্রায় দেড় বছর ধরে পরীক্ষা চালানোর পর দেখা যায়, ২০ শতাংশ শিশু দিনে ২৮ মিনিট এসব যন্ত্র নিয়ে সময় কাটায়।

দেখা গেছে, যেসব শিশু ৩০ মিনিট ধরে স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে, তাঁদের মধ্যে ৪৯ শতাংশের দেরিতে কথা বলার ঝুঁকি রয়েছে।

তবে পারস্পরিক যোগাযোগ, শরীরী ভাষা বা বিভিন্ন ভঙ্গিমার মধ্যে এসব যন্ত্র ব্যবহারের প্রভাব পড়েনি।

স্ক্রিনে বেশি সময় কাটানো এবং দেরিতে কথা বলার মধ্যে যোগাযোগ নিয়ে এই প্রথমবার এ ধরনের গবেষণা হলো। যুক্তরাষ্ট্রে শিশুদের স্ক্রিনে সময় কাটানোর পরিমাণ বাড়ছে। এ কারণে এ ধরনের গবেষণা খুব বেশি গুরুত্বপূর্ণ।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ১৮ মাসের কম বয়সের শিশুদের স্ক্রিনে বেশি সময় না কাটাতে উৎসাহিত করে। এ গবেষণা এটিকে সমর্থন করবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি