ঢাকা, শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫

হাদিকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ১৩ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর (আইসিইউ ও এইচডিইউ) ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, হাদীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। ইতোমধ্যে সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু রাখা হবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে।

হাদীর ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় আপাতত সেটি চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও ARDS প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট চালু রাখা হবে।

কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরেছে এবং এটি বজায় রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে বজায় রাখা হচ্ছে। আগের রক্তক্ষরণ ও DIC-এর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।

ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমলে তাত্ক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য চিকিৎসা টিম প্রস্তুত রয়েছে।

এছাড়াও বিবৃতিতে মানবিক ও পেশাদার অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেডিকেল বোর্ড । 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিত অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ বিষয়ে জানাতে পারেন। 

চিকিৎসা টিম ও পরিবার সবার কাছে শরিফ হাদীর জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছেন। মেডিকেল বোর্ড অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি