ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

৭১’র এই দিনে

হানাদারমুক্ত হয় নেত্রকোণা ও বোয়ালমারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৯ ডিসেম্বর ২০১৭

১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকিস্তানী হানাদারমুক্ত হয় নেত্রকোণা জেলা ও ফরিদপুরের বোয়ালমারী। জয় বাংলা শ্লোগান দিয়ে এসব এলাকায় বিজয়ের পতাকা উড়ায় বাংলার দামাল ছেলেরা।

নেত্রকোণায় পাকিস্তানী সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতনের সাক্ষী হয়ে আছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

১৯৭১ সালের এই দিনে শহরের কৃষি ফার্মে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় নেত্রকোণা, উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এই যুদ্ধে আবু খাঁ, আব্দুর রশীদ ও সাত্তার নামে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন।

এদিন সকালে ফরিদপুরে পাকিস্তানী সৈন্যদের একটি জিপে হামলা চালায় মুক্তিযোদ্ধারা। নিহত হয় কয়েকজন পাকিস্তানী সৈন্য।

পরে মুক্তিযোদ্ধাদের উপর তীব্র আক্রমণ চালায় ফরিদপুর ও কামারখালী থেকে যোগ দেওয়া পাকিস্তানী সৈন্যরা।

ফরিদপুরের করিমপুরে পাকিস্তানী সৈন্যদের সঙ্গে যুদ্ধে কাজী সালাউদ্দিন, মেসবাহ উদ্দিন নওফেল, ওহাব, হামিদ, মজিবর, শামসুদ্দিন ও মাঈনুদ্দিন শহীদ হন।

মুক্তিযোদ্ধাদের সহযোগিতার অভিযোগে গুলি করে হত্যা করা হয় চার গ্রামবাসীকে।

 

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি