ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

হামলা করে খালেদা জিয়াকে দমানো যাবে যাবে না: আমির খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়া ও ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, হামলা-মামলা করে বিএনপি চেয়ারপারসনে আটকানো যাবে না। হামলার পরও তার কক্সবাজার সফরে আরও বেশি মানুষের সমাগম হয়েছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আমির খসরু বলেন, খালেদা জিয়া মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়েছিলেন। কিন্তু সরকারি লোকজন সেই সফরেও হামলা করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের কোনো যন্ত্র কাজ করছে না। শাসন, বিচার ও সংসদ বিভাগ ভেঙে পড়েছে। সরকারের স্বেচ্ছাচারিতার কারণে এসব রাষ্ট্রীয় যন্ত্র ভেঙে পড়েছে।


আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের নেতা আ স ম মোস্তফা কামাল প্রমুখ।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি