ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের, এটা স্পষ্ট: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত পত্রিকায় দেখলাম, ছবিতে দেখলাম, এরা চিহ্নিত। খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এরা সরকারি দল আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুবলীগের ক্যাডার। ছাত্রলীগ-যুব লীগের ক্যাডাররা যে এটা করেছে, এটা পত্র-পত্রিকায় এসেছে। তাদের আইডেনটিটি এসে গেছে। রোববার সকালে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন খালেদা জিয়া। পথে ফেনীর শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর আবার আক্রান্ত হয়। এর মধ্যেই রাতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেন। সেখানেই রাতযাপন করেন।

সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সব সময় নিরপেক্ষ থাকেন। সব রকম ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের কোনো দল নেই, আপনারা সত্যকে তুলে ধরতে চান। সেই অধিকারটুকু যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা তো আমরা দেখতে পাচ্ছি না।

আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তার।

 

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি