ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

২০১৬ সালে যক্ষারোগীর সংখ্যা বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:০৯, ৮ এপ্রিল ২০১৭

২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশে যক্ষারোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, যক্ষা শনাক্তকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগীর সংখ্যা বেড়েছে। এতে বলা হয়, ২০১৫ সালে দেশে যক্ষা রোগী ছিল সাত হাজার ৯শ’ ৮৪ জন। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার দুইশ’ ৯১ জনে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে এ’সব তথ্য তুলে ধরা হয়। যক্ষা নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে ২৭টি বেসরকারি সংস্থা কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি