ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

২৫০ বছরের পুরোনো টি-পট: দাম সাড়ে ৮ লাখ ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০৮, ১৪ আগস্ট ২০১৮

টি-পটের সঙ্গে আমরা বেশ পরিচিত। চা’কে আরো বেশি উপভোগ্য করার জন্য টি-পটের অত্যন্ত প্রয়োজন।দামও সাশ্রয়ী।

হাতল ছাড়া একটি পুরনো টি-পটের দাম কতইবা হবে। কিন্তু ইংল্যান্ডের পশ্চিমে অবস্থিত ক্যাথেড্রাল শহরে একটি নিলাম হাউসে এক অবিশ্বাস্য কান্ড ঘটেছে।

২৫০ বছরের ‍একটি পুরনো টি-পটের দাম উঠেছে ৮ লাখ ৬ হাজার ডলার।

এবার আসা যাক বিস্তারিত বিবরণে, ইংল্যান্ডের একটি নিলামঘরে উঠেছিল ঢাকনাবিহীন, ভাঙাচোরা হাতলের টি-পটটি।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের পক্ষ থেকে একজন ডিলার সর্বোচ্চ দামে কিনে নেন টি-পটটি। মজার বিষয় হচ্ছে, টি-পটটি নিলামঘরে তোলার পর এর মূল্য ধরা হয়েছিল ১০-২০ হাজার ডলার। এটাই যে লাখের অংক ছুঁয়ে যাবে, সেটা কেউই ভাবেননি।

 এটিকে খুব সাধারণ টি-পট বলে ভাবছেন যারা, তাদের জন্য একটু বিস্তারিত না বললেই নয়।

১৭৬০ সালের শেষের দিকে সাউথ ক্যারোলাইনার কেইন হোয় ফ্যাক্টরি থেকে পোর্সেলিনের তৈরি সাদার ওপর নীলের নকশা করা টি-পটটি তৈরি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

শুধু তা-ই নয়, এটিকে আমেরিকায় প্রথম দিকে পোর্সেলিনে তৈরি কোনো পাত্র হিসেবেই ধরা হচ্ছে, যা কিনা তৈরি করা হয়েছে আজ থেকে ২৫০ বছরেরও আগে।

কেইন হোয় কারখানাটি মূলত ব্রিটিশ আমেরিকান নাগরিক জন বার্টলামের। তাকে বলা হয় আমেরিকার প্রথম পোর্সেলিন ম্যানুফ্যাকচারার। যেহেতু অনেক বছরের পুরনো এটি, তাই কেনার জন্য আগ্রহী ক্রেতারও অভাব ছিল না।

শেষতক সর্বোচ্চ ৮ লাখ ৬ হাজার ডলার হাঁকিয়ে নিউইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম এটি নিজেদের দখলে নেয়। বর্তমানে এটি সেখানেই রয়েছে।

 

সূত্র: নিউইয়র্ক টাইমস

 

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি