ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৮ আগস্ট ২০১৭

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও ২ বাংলাদেশি মৃত্যু হয়েছে। মারা যাওয়া দু’জন হলেন বগুড়ার আব্দুল হামিদ পাইকার (৬৪) ও ফেনীর ইয়ার আহমদ (৫৬)। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১৬ জন।

মক্কায় হাজিদের সেবায় কর্মরত কাউন্সিলর মাকসুদুর রহমান জানান, স্থানীয় সময় বুধবার সকালে মক্কার আল মুকাররমায় আব্দুল হামিদ পাইকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বাড়ি বগুড়া জেলার ১৭ নং ওয়ার্ডে। তার পাসপোর্ট নাম্বার বিজে ০৫১২৩১৮ ও পিলগ্রিম আইডি ০৯৯৫৯৫০।

অন্যদিকে মদিনা আল মুকাররামায় ইয়ার আহমদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর গ্রামের ফেলু জমাদ্দার বাড়ি। তার পাসপার্ট নাম্বার ওসি ৮২০৪০৫৫ ও পিলগ্রিম আইডি ০৯২৫৪৬। ।

স্থানীয় সময় বুধবার রাত বারোটা পর্যন্ত সর্বশেষ তথ্যমতে সৌদি আরব আসা মোট হজযাত্রী ৭৪ হাজার ১৫৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রী ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রী ৭০ হাজার ৮১৫ জন।

আরকে/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি