ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৫ ডিসেম্বর ২০২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের কোন বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।

মো. শাহাব উদ্দিন আজ রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সমরজিত সিংহ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, বেশির ভাগ মানুষই করোনাভাইরাস পরীক্ষা করাতে আগ্রহী নয়। এতে একজন আক্রান্ত হলে পরিবারের সকলেই আক্রান্ত হচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, তাই কারো করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনাভাইরাস পরীক্ষা করাতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি