ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

তুরস্কে তৈরি হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৪:৪৪, ২ ডিসেম্বর ২০২০

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানিয়েছেন, তুরস্কের আঙ্কারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমাণ করবে তার দেশ। 

একইসঙ্গে ঢাকায় মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটি জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত। 

এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে আসতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি