ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসের আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১৬ নভেম্বর ২০২০ | আপডেট: ২৩:৪৩, ১৬ নভেম্বর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের (৮৫) ইন্তেকাল করেছেন।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

এর আগে, ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এসময় বাগেরহাট-২
আসনের সাংসদ শেখ তন্ময় তার দাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, মরহুমা শেখ রাজিয়া নাসেরের ৫ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি,আরেক পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এছাড়া এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি