ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৮ এপ্রিল ২০১৭

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে উন্মুক্ত খেলার মাঠে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাজির দেউরি এলাকা। সংঘর্ষে আহত হয়েছে সাংবাদিক-পুলিশসহ অন্তত ২০জন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে ঘেরাও কর্মসুচী পালন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। পরে তারা নির্মাণাধীণ সুইমিংপুল এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা এসময় স্টেডিয়ামের পাশের বিভিন্ন দোকান এবং যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ ও রাবার বুলেট ছোঁড়ে। গত রোববার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সামশুল আরেফিনকে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধের আলিটিমেটাম দিয়েছিল ছাত্রলীগ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি