ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

‘গুপ্তধন’র খবরে এলাকায় চাঞ্চল্য

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ১৮ নভেম্বর ২০২০

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে মাটি খুঁড়তে গিয়ে একটি বড় হাড়ি (হাড়া) পাওয়া গেছে। যা নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

‘গুপ্তধন’ পাওয়া গেছে এমন খবরে এলাকার শতশত মানুষ দেখতে আসে ওই হাড়াটি। তবে তার মধ্যে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালম আজাদ।

তিনি বলেন- কর্মসৃজনের শ্রমিকরা কবরস্থান সংস্কারের কাজ করছিলেন। কবরস্থানের এক পাশে মাটি খোঁড়ার সময় প্রায় তিন ফিট নিচে একটি বড় মাটির হাড়ি পাওয়া যায়। যার উচ্চতা প্রায় ৩ ফিট ও পরিধি ৮ ফিট। হাড়িটির ভিতরে কিছু আছে কি না তা জানতে পুলিশের উপস্থিতিতে সেটি বের করার চেষ্টা করা হয়। এ সময় হাড়িটি ভেঙ্গে যায়। 

৬২ বছর বয়সী ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন- যতদূর জানা যায়, প্রায় শত বছরের পুরনো এই কবরস্থান। কবরস্থানটি এক সময় রাধার ভিটে নামে পরিচিত ছিল। রাধা নামের একজন হিন্দু ব্যক্তির বসতি ছিল সেখানে। সে বসতি বিলুপ্ত হওয়ার পর কালের বিবর্তনে সেখানে এলাকার কবরস্থান গড়ে তোলা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি