ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

সাতক্ষীরায় দিনমজুরকে গলাকেটে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ৬ ডিসেম্বর ২০২০

সাতক্ষীরায় আব্দুল আজিজ মোল্যা (৫০) নামে এক দিনমজুরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রাম থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল আজিজের বাড়ির পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে সদর থানার পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। 

ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে বলেও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

নিহতের প্রতিবেশী ইনছাফ আলী জানান, ‘আব্দুল আজিজের কোন শত্রু ছিল না। দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন। তাছাড়া জমাজমিও তেমন নেই,-যা নিয়ে কারো সাথে বিরোধ ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি