ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে : সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:১০, ২২ অক্টোবর ২০১৭

দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক নিরাপদের কাজ একা সরকার পারবে না, কা ইলিয়াস কাঞ্চন পারবেন না, একা ওবায়দুল কাদেরও পারবেন না। এজন্য সবার সহযোগিতা দরকার, সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।  

রবিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এই সেমিনারের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, দেশে কিছু অসাধারণ নেতা আছেন, মানুষ আছেন যারা সড়কে নিয়ম মানতে চান না। ফুটওভার ব্রিজ থাকলেও হামাগুড়ি দিয়ে ডিভাইডার পার হন। ফ্লাইওভারেও তাদেরকে দৌঁড়ে ডিভাইডার দিয়ে পার হতে দেখা যায়। এ অবস্থায় দুর্ঘটনা ঘটলে এর জন্য কি চালককে দোষারোপ করা যায়?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের বাঁচতে হলে, ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে হলে রাস্তা নিরাপদ করতেই হবে। আমরা অবশ্যই পারবো, তবে এজন্য সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা এলাকায় হেলমেট ছাড়া গাড়ি চালান। জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিতে শত শত মানুষ হেলমেট ছাড়া গাড়ির মহড়া করে। এতে যানজট হয়, মানুষ ভোগান্তিতে পড়ে। নিজের নিয়ম মেনে না চলায় দুর্ঘটনার সম্মুখীন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ ‘র চেয়ারম্যান মশিউর রহমান। বক্তব্য রাখেন, ‘নিরাপদ সড়ক চাই’ এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনিরুল ইসলাম এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব এম. এন. সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম প্রমুখ।

 

আর / এআর

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি