ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নিখোঁজ জাহিন পরিবারে ফিরতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১৯ আগস্ট ২০১৮

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় যাত্রীবাহি বাসে পাওয়া জাহিন আলম (১১) তার পরিবারের কাছে ফিরতে চায়। সে তার পিতা-মাতা, নানা-নানীর নাম বলতে পারলেও জানেনা কোথায় তার ঠিকানা।

গত ২৪ জুলাই রাতা ১১টার দিকে যাত্রীবাহি বাসের কয়েকজন যাত্রী তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। হারিয়ে যাওয়া শিশু আলমের নিকট ঠিকানা জানতে চাইলে জানায়, সে সাভার থেকে এসেছে নবীনগর যাবে।

তবে নবীনগরের কোথায় যাবে তা ঠিক করে বলতে পারছে না। তার পিতার নাম নাকি মৃত জাহাঙ্গীর আলম এবং মাতার নাম মমতাজ বেগম। তার মা নাকি বিদেশে থাকেন। নানার নাম মহিন উদ্দিন, নানী সালমা বেগম। এ তথ্যগুলো ছাড়া আর কিছুই সে বলতে পারছে না।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, শিশুটি তার ঠিকানা বলতে পারছে না। মাতা-পিতার নাম বললেও ঠিকানা না জানায় তাকে তার পরিবারের নিকট পাঠানো যাচ্ছে না।

তাই শিশুটিকে আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানী মিরপুরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশ দেন। বর্তমানে সেখানেই রাখা হয়েছে শিশুটিকে।

যদি কেউ জাহিনের অভিভাবকের সন্ধান পায় বা তাকে চিনতে পারে তাহলে আশুলিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

এমএইচ/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি