ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পানিতে ডুবেই শ্রীদেবীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

হঠাৎ করে শোনা গেল বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। তার মুত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে পুরো বলিউড জুড়ে নামে শোকের ছায়া। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হোটেলের বাথরুমের বাথটাব থেকে অচেতন অবস্থায় শ্রীদেবীকে উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। সোমবার শ্রীদেবীর মরদেহ মুম্বাই নিয়ে আসার কথা রয়েছে। 

শ্রীদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুরের বরাত দিয়ে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী শ্রীদেবী। কলকাতার আনন্দবাজারও ফরেনসিক রিপোর্টের সূত্র উল্লেখ করে জানিয়েছিল হার্ট অ্যাটাকই ছিল মৃত্যুর কারণ।

কিন্তু সোমবার দুবাইয়ের হাসপাতাল থেকে দেয়া ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে হার্ট অ্যাটাক নয় বরং দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে পড়ে গিয়ে আহত শ্রীদেবী শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এমন খবর নিশ্চিত করেছে দুবাইয়ের শীর্ষ গণমাধ্যম গালফ নিউজ। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টের পর এমন খবর নিশ্চিন্ত করেছে বিবিসিসহ ভারতীয় গণমাধ্যমগুলো।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেথ সার্টিফিকেটটি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে মৃত্যুর কারণ পানিতে ডুবে শ্বাসরোধ হওয়া।

শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক জানার পরই কাপুর পরিবারের সদস্য সঞ্জয় কাপুর জানিয়েছিলেন তার ভাবীর হার্টে আগে কোনো সমস্যা ছিল না। তাই মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টটিকে যুক্তিযুক্ত মনে করেছেন তিনি।

এদিকে জানা গেছে, শ্রীদেবীর মরদেহ আজ সোমবার রাতে পৌঁছাবে ভারতের মুম্বাইয়ে তার বাসভবনে। তবে তার নির্দিষ্ট সময় পাওয়া যায়নি। আর তার শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে আগামীকাল মঙ্গলবার।

এসি/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি