ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বাজেটে পরিবেশবান্ধব গাড়ী আমদানির ওপর বিশেষ জোর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৫, ২৩ এপ্রিল ২০১৮

আসন্ন বাজেটে পরিবেশবান্ধব গাড়ী আমদানির ওপর বিশেষ জোর দেয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। পরিবেশবান্ধব গাড়ীর ক্ষেত্রে করকাঠামো পুনর্বিন্যাস করা যায় কিনা, তা নিয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনবিআরের সদস্য রেজাউল হাসান। আর পরিবেশবিদরা বলছেন, এর ফলে যেমন পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে; তেমনি কমবে জ্বালানি খরচ।

এক সময় প্রাইভেট কার বিলাসিতার বাহন মনে করা হলেও বর্তমানে তা অনেকের জন্য হয়ে ওঠেছে অপরিহার্য। এমন বাস্তবতায় কর কাঠামো স্তরে কিছুটা পরিবর্তন করা গেলে উন্নতমানের পরিবেশবান্ধব গাড়ী আমদানি সহজ হবে বলে মনে করছেন আমদানিকারকরা।

পরিবেশবিদরাও বলছেন, পরিবেশবান্ধব গাড়ীর ব্যবহার বাড়ানো গেলে দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় হবে।

জাতীয় রাজস্ব বোর্ড পরিবেশবান্ধব গাড়ী আমদানিতে শুল্কস্তর সহনীয় করতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন, এনবিআরের সদস্য রেজাউল হাসান।

আগামী বাজেটে এ’ব্যাপারে ইতিবাচক সাড়া মিলবে বলেও আশা করছেন তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি