ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারতীয় অভিনেত্রী শ্যামা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ১৬ নভেম্বর ২০১৭

ভারতীয় খ্যাতিমান অভিনেত্রী শ্যামা আর নেই। ১৪ নভেম্বর সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮২ বছর।
জন্মসূত্রে তার নাম খুরশিদ আখতার হলেও মিডিয়াতে শ্যামা নামেই জনপ্রিয়তা পান তিনি। ১৯৫৩ সালের চিত্রগ্রাহক ফলি মিস্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। ফারুখ ও রোহিত নামে দুই পুত্র সন্তান রয়েছে তার।
পঞ্চাশ ও ষাটের দশকের এই গুনি অভিনেত্রী গুরু দত্ত পরিচালিত ১৯৫৪ সালের সাড়াজাগানো সিনেমা ‘আর পার’-এ আধুনিক তরুণী নিক্কির ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন।
এছাড়াও ‘বরসাত কি রাত’, ‘তারানা’, ‘খেল খিলাড়ি কা’, ‘মিলন’, ‘হানিমুন’, ‘বেটি’, ‘সারোদা’সহ প্রায় ১৭৫টির মতো হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে।
১৯৫৮ সালে ‘সারদা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শ্যামা। ১৯৩৫ সালের ৭ জুন লাহোরে জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি