ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারী বৃষ্টিপাতের শঙ্কায় ৩ নম্বর সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আজ রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আরকে//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি