ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় ভূমিধসে নিহতদের মধ্যে ৩ বাংলাদেশি সনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৩ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ার পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে শনিবার সকালে দুটি ৪৯তলা ভবন নির্মাণস্থলে ভূমিধসের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন বাংলাদেশিসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানান, এসএআর টিম রোববার বিকেল পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে ।

এ আটজন হচ্ছেন নূর আলম, মনিরুল ইসলাম, হোসেইন মোহাম্মদ (বাংলাদেশ), ইউনুস নাজির হাসান (মিয়ানমার), মোহাম্মদ ইলিয়াস মোস্তাক (মিয়ানমার), রহমতুল্লাহ মোহাম্মদ সিদিক (মিয়ানমার), হসরিন, ইরউইন (ইন্দোনেশিয়া)।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি তিনজন শ্রমিককে শনাক্ত করা গেছে। এরা হলেন নূর আলম (মাগুরা), মনিরুল ইসলাম (যশোর) এবং হোসাইন মোহাম্মদ (কক্সবাজার)।

আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই  তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এম / এআর

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি