ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চার খাতে অভিবাসীদের বৈধতা দেবে মালয়েশিয়া 

মালয়েশিয়া সংবাদদাতা 

প্রকাশিত : ০৮:৪৮, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ০৮:৫৯, ১৫ নভেম্বর ২০২০

মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মরত কয়েক লাখ কর্মীকে এবার চার খাতে বৈধভাবে কাজ করার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার।  মালয়েশিয়ায় চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই অবৈধভাবে প্রবাসীদের শর্ত সাপেক্ষে এই বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। 

আগামীকাল ১৬ নভেম্বর থেকে এ প্রক্রিয়া চালু হবে। যা চলবে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।  দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।  একটি, কেউ যদি নিজ উদ্যোগে দেশে ফিরে যেতে চায় তাহলে যেতে পারবেন, অন্যটি পুনরায় বৈধকরণ।’ 

এদিকে, এই প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

এআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি