ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

‘অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৩৭, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন- ‘অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠুনকো টেকনিক্যাল অজুহাত দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তর ভবনে শ ম রেজাউল করিম চলমান প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার কনসাইজ কথা হচ্ছে- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্ম পরিসরকে গতিশীল করতে হবে, বেগবান করতে হবে। কাজের ভেতরে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। কাজের ভেতরে কোনো অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘ঠুনকো টেকনিক্যাল অজুহাত দেখিয়ে যারা আমাদের সুবিধাভোগী মানুষ সেই সকল সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’

কাজে স্বচ্ছতা নিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কাছে মনে হয়, প্রতিকূলতা থাকবে তবে প্রতিকূলতা মোকাবেলা করার ভেতরে কিন্তু আনন্দ আছে। আমি কিন্তু প্রায়ই বলে থাকি যে, স্বচ্ছ কুসুমাস্তীর্ণ পথে চলার কোনো তৃপ্তি নেই। চ্যালেঞ্জ গ্রহণ করে কণ্টকাকীর্ণ চলার পথে তৃপ্তি আছে। কাজেই আমরা চ্যালেঞ্জ নেব না কেন। আপনারা মেধাবী মানুষ, অভিজ্ঞ মানুষ আপনাদের যোগ্যতা আছে। আমি আপনাদের টিমের মেম্বার থাকবো। আমার সচিবসহ আমাদের মন্ত্রণালয় থাকবে। ডেফিনেটলি পাওয়া যাবে। অনেক সমস্যা শুনেছি। এটা নিয়ে ছোট পরিসরে বসতে হবে।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি