ঢাকা, বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫

বিসিএস শিক্ষা ক্যাডার

একযুগ পদোন্নতি বঞ্চিত থেকে এবার আন্দোলনের ডাক শিক্ষা ক্যাডারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২৯ অক্টোবর ২০২৫

একযুগের বেশি সময় পদোন্নতি বঞ্চিত থাকার পর এবার আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষা ক্যাডার

একযুগের বেশি সময় পদোন্নতি বঞ্চিত থাকার পর এবার আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষা ক্যাডার

Ekushey Television Ltd.

একযুগের বেশি সময় পদোন্নতি বঞ্চিত থাকার পর এবার আন্দোলনের ডাক দিয়েছেন বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা। 

পদোন্নতির জন্য ডিপিসি, ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সব কর্মকর্তার পদোন্নতির দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা আই আন্দোলনের ডাক দেন। একই দিনে তিন কর্মসূচি পালন করবেন তারা। আজ বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলনকারী কর্মকর্তারা। একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন তারা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‌দেশের বিভিন্ন জেলা থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের (৩২তম থেকে ৪৩তম) পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করবেন এবং প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে তারা জানান, বিগত ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণ পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। অথচ এরই মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল কর্মকর্তা পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে পদোন্নতির জন্য কোন ডিপিসি অনুষ্ঠিত হচ্ছে না। অভিন্ন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাগণ ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন। এই অযৌক্তিক বৈষম্যের প্রতিবাদে নির্ধারিত সময় মোতাবেক তদের কর্মসূচি চলামান থাকবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি