ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ২৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দীর্ঘ এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এ সাক্ষাৎকারে বিভিন্ন  বিষয়ে তার বক্তব্য উঠে এসেছে। রয়টার্সের জন্য নয়াদিল্লি থেকে সাক্ষাৎকারটি ইমেইলের মাধ্যমে নেন কৃষ্ণা এন. দাস, সরিতা চাগান্তি সিংহ ও ঢাকার রুমা পাল।

উল্লেখ্য, বর্তমানে দেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি