ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

অবশেষে পদায়ন বাতিল হলো কেবিন ক্রু হাফসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১৩ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:২০, ১৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিভিআইপি ফ্লাইটের নিয়মিত কেবিন ক্রু ও আওয়ামী সুবিধাভোগী হিসেবে পরিচিত হাফসা আহমেদ শিল্পীর পদায়ন বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. শাফিকুর রহমান।

গত সোমবার (১১ আগস্ট) বিমান ফ্লাইট সার্ভিসের মহাব্যবস্থাপক মুহিউদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিল্পীকে ফ্লাইট সার্ভিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হলেও তীব্র সমালোচনা ও অভ্যন্তরীণ অসন্তোষের জেরে তা বাতিল করা হয়।

চিফ পার্সার পদে থাকা শিল্পী দীর্ঘদিন কেবিন ক্রু ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এবং শেখ হাসিনার একাধিক বিদেশ সফরে ‘সুপার ক্লিয়ারেন্স’ পাওয়া ক্রু ছিলেন। ৫ জুলাই পতনের আগে শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফরের জন্য প্রণীত ভিভিআইপি ক্রু তালিকায়ও তার নাম ছিল শীর্ষে।

শিল্পীর রাজনৈতিক ও পারিবারিক প্রভাবও ছিল উল্লেখযোগ্য। তার এক বোনের স্বামী আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অভিযোগ রয়েছে, আবুধাবিতে শেখ হাসিনার সাথে ভিভিআইপি ফ্লাইট শেষ করে অন্যান্য ক্রুরা ঢাকায় ফিরলেও তিনি রাষ্ট্রদূতের সহায়তায় নিয়ম বহির্ভূত অতিরিক্ত দুইদিন সেখানে অবস্থান করেন।
পরবর্তীতে জুলাই আন্দোলনের সময় ৫২ জন প্রবাসী গ্রেপ্তারে রাষ্ট্রদূত আবু জাফরের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তাকে দেশে ফিরিয়ে আনা হয়। শিল্পীর আরেক বোনের স্বামী ছিলেন সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, যিনি রাজনৈতিক বিতর্কের কারণে দায়িত্ব হারান।

প্রভাবশালী আত্মীয়স্বজনের চাকরিচ্যুতির পরও শিল্পীর পক্ষে তদবির থামেনি। কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের নেতৃত্বে আওয়ামীপন্থী সিন্ডিকেট প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত এমডি ড. শাফিকুর রহমান পদায়ন স্থগিতের কঠোর সিদ্ধান্ত নেন।

বিমানের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকলেও বিতর্কিত এ কেবিন ক্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় কেবিন ক্রু ও অন্যান্য স্টাফদের মধ্যে স্বস্তি ও প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এটি বিমানের রাজনৈতিক প্রভাবমুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি